পদের নাম: সিনিয়র অফিসার
সময়: ৬০ মিনিট পূর্ণমান: ১০০
তারিখ: ২০.০১.২০২৩
[প্রতিটি প্রশ্নের মান মান । প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে]
(বাংলা অংশ)
১. উপসর্গ কোনটি?
ক. অতি
খ. চেয়ে
গ. থেকে
ঘ. সবগুলো
উত্তর: ক
২. ”বঙ্গদর্শন” পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৬২ সালে
খ. ১৮৭২ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ
৩. কোনটি বিশ্লেষণ ( বিশেষণ) বাচক শব্দ?
ক. জীবনী
খ.জীবন
গ.জীবিকা
ঘ.জীবাণু
৪. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক. আপনি আসবেন
খ. আমরা যাচ্ছি
গ. তোরা যাসনে
ঘ. ওরা কি করে?
উত্তর: ওরা কি করে
৫. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পাঠক
গ. পানাস
ঘ. সেলামী
উত্তর: পাঠক
বাংলাদেশে সিরাজউদ্দৌলা’ নাটকটি কে রচনা করেছেন?
ক. নুরুল মোমেন
খ. আকসার সাইখ
গ. মুনীর চৌধুরী
ঘ. সিকানদার আবু জাফর
উত্তর: সিকানদার আবু জাফর
৭. ‘দ্রবণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়
ক. দ্র+অন
খ. দ্রো+অন
গ. দ্র+ওন
ঘ. দ্রো+বন
উত্তর: দ্রো+অন
৮. ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?
ক. ইংরেজি+ফার্সি
খ. ইংরেজি +আরবি
গ. ইংরেজি+তুর্কি
ঘ. কোনোটিই নয়
৯. কোন চরণটি সঠিক?
ক. ধনধন ধান্যে পুষ্প ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ.ধন ধান্যে পুষ্পে ভরা
ঘ. সবকটি
উত্তর: শুদ্ধ চরণ: ধর ধান্য পুষ্প ভরা
১০. ‘নষ্ট হবার স্বভাব যার’ এক কথায় কি হবে?
ক. নিদাঘ
খ. নষ্টমাস
গ. নশ্বর
ঘ. বিনশ্বর
উত্তর: নশ্বর
১১. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিস্ময়
খ. নির্ভর
গ. প্রত্যয়
ঘ. দ্বিধা
উত্তর: প্রত্যয়
১২. বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?
ক. শব্দ
খ. কারক
গ. ক্রিয়াপদ
ঘ. পদ
উত্তর: ঘ
১৩. কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবহন সংকেত করে?
ক. নরম নরম হাত
খ. গরম গরম ভাত
গ. পাকা পাকা আম
ঘ. কোনোটিই নয়
উত্তর: গ
১৪ বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
ক. ভদ্রার্জন
খ. পদ্মাবতী
গ. শর্মিষ্ঠা
ঘ. কৃষ্ণকুমারী
উত্তর: পদ্মাবতী
১৫. ‘মাগো ভাবনা কেন’ গানটির গীতিকার কে?
ক. আপেল মাহমুদ
খ. গৌরীপ্রসন্ন মজুমদার
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. গাজী মাজহারুল আনোয়ার
উত্তর: খ
১৬. খনার বচন এর মূলভাব কী?
ক. সামাজিক মঙ্গলবোধ
খ. রাষ্ট্র পরিচালনার নীতি
গ. শুদ্ধ জীবনযাপন রীতি
ঘ. কোনোটিই নয়?
উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. ত্রিভুজ
খ. শূন্য
গ. পূন্য
ঘ. ভূবন
উত্তর: ক, খ
১৮. কোনটি মৌলিক শব্দ?
ক. মানব
খ. ধাতব
গ. একাত্ম
ঘ. কোনোটিই নয়
উত্তর: ঘ
১৯. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
ক. বিপণি
খ. নিক্কণ
গ. প্রবণ
ঘ. কল্যাণ
উত্তর: গ
২০. কোন বাক্যটি শুদ্ধ?
ক. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ. দৈন্য সর্বদা মহত্বে পরিচায়ক নয়
ঘ. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
উত্তর: সঠিক উত্তর হবে: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
২১. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক. তারেক মাসুদ
খ. হুমায়ন আহমেদ
গ. আলমগীর কবির
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক
২১. ‘নীলদর্পণ’ নাটকটির মূল বিষয়বন্তু কী?
ক. ভাষা আন্দোলন
খ. নীলকরদের অত্যাচার
গ. অসহযোগ আন্দোলন
ঘ. তেভাগা আন্দোলন
উত্তর: খ
২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প?
ক. পদ্মারাগ
খ. পদ্মপুরান
গ. পদ্মগোখরা
ঘ. সবকটি
উত্তর: গ
২৪. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. গৌড়ীয় ব্যাকরণ
খ. মাগধীয় ব্যাকরণ
গ. ভাষা ও ব্যাকরণ
ঘ. মাতৃভাষা
উত্তর: ক
‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?
ক. সংস্কৃত + আরবি
খ. ফারসি + আরবি
গ. সংস্কৃত + ফারসি
ঘ. বাংলা + আরবি
উত্তর: ক