• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Blog
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Ghash Foring

বাংলা শিক্ষামূলক ব্লগ

  • Home
  • প্রোগ্রামিং
  • কম্পিউটার
  • টেকনোলজি
  • এন্ড্রোয়েড স্মার্টফোন
  • শিক্ষা
    • সাধারণ জ্ঞান
      • বাংলাদেশ বিষয়াবলি
      • আন্তর্জাতিক বিষয়াবলি
    • চাকরি প্রস্তুতি
      • চাকরির প্রশ্নব্যাংক
  • স্বাস্থ্য
  • অনলাইন উপার্জন
  • চাকরি নিয়োগ

সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রশ্ন ও সমাধান

January 20, 2023 by mehedi2022

পদের নাম: সিনিয়র অফিসার

Contents Of Table hide
1. পদের নাম: সিনিয়র অফিসার
2. সময়: ৬০ মিনিট পূর্ণমান: ১০০
3. (বাংলা অংশ)
4. ১. উপসর্গ কোনটি?
5. ২. ”বঙ্গদর্শন” পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
6. ৩. কোনটি বিশ্লেষণ ( বিশেষণ) বাচক শব্দ?
7. ৪. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
8. ৫. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
9. বাংলাদেশে সিরাজউদ্দৌলা’ নাটকটি কে রচনা করেছেন?
10. ৭. ‘দ্রবণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়
11. ৮. ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?
12. ৯. কোন চরণটি সঠিক?
13. ১০. ‘নষ্ট হবার স্বভাব যার’ এক কথায় কি হবে?
14. ১১. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
15. ১২. বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?
16. ১৩. কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবহন সংকেত করে?
17. ১৪ বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
18. ১৫. ‘মাগো ভাবনা কেন’ গানটির গীতিকার কে?
19. ১৬. খনার বচন এর মূলভাব কী?
20. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
21. ১৮. কোনটি মৌলিক শব্দ?
22. ১৯. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
23. ২০. কোন বাক্যটি শুদ্ধ?
24. ২১. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
25. ২১. ‘নীলদর্পণ’ নাটকটির মূল বিষয়বন্তু কী?
26. ২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প?
27. ২৪. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
28. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?

সময়: ৬০ মিনিট পূর্ণমান: ১০০

তারিখ: ২০.০১.২০২৩

[প্রতিটি প্রশ্নের মান মান । প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে]

(বাংলা অংশ)

১. উপসর্গ কোনটি?

ক. অতি

খ. চেয়ে

গ. থেকে

ঘ. সবগুলো

উত্তর: ক

২. ”বঙ্গদর্শন” পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯৬২ সালে

খ. ১৮৭২ সালে

গ. ১৯৮২ সালে

ঘ. কোনোটিই নয়

উত্তর: খ

৩. কোনটি বিশ্লেষণ ( বিশেষণ) বাচক শব্দ?

ক. জীবনী

খ.জীবন

গ.জীবিকা

ঘ.জীবাণু

৪. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

ক. আপনি আসবেন

খ. আমরা যাচ্ছি

গ. তোরা যাসনে

ঘ. ওরা কি করে?

উত্তর: ওরা কি করে

৫. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

ক. ঠগী

খ. পাঠক

গ. পানাস

ঘ. সেলামী

উত্তর: পাঠক

বাংলাদেশে সিরাজউদ্দৌলা’ নাটকটি কে রচনা করেছেন?

ক. নুরুল মোমেন

খ. আকসার সাইখ

গ. মুনীর চৌধুরী

ঘ. সিকানদার আবু জাফর

উত্তর: সিকানদার আবু জাফর

৭. ‘দ্রবণ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়

ক. দ্র+অন

খ. দ্রো+অন

গ. দ্র+ওন

ঘ. দ্রো+বন

উত্তর: দ্রো+অন

৮. ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?

ক. ইংরেজি+ফার্সি

খ. ইংরেজি +আরবি

গ. ইংরেজি+তুর্কি

ঘ. কোনোটিই নয়

৯. কোন চরণটি সঠিক?

ক. ধনধন ধান্যে পুষ্প ভরা

খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা

গ.ধন ধান্যে পুষ্পে ভরা

ঘ. সবকটি

উত্তর: শুদ্ধ চরণ: ধর ধান্য পুষ্প ভরা

১০. ‘নষ্ট হবার স্বভাব যার’ এক কথায় কি হবে?

ক. নিদাঘ

খ. নষ্টমাস

গ. নশ্বর

ঘ. বিনশ্বর

উত্তর: নশ্বর

১১. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিস্ময়

খ. নির্ভর

গ. প্রত্যয়

ঘ. দ্বিধা

উত্তর: প্রত্যয়

১২. বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?

ক. শব্দ

খ. কারক

গ. ক্রিয়াপদ

ঘ. পদ

উত্তর: ঘ

১৩. কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবহন সংকেত করে?

ক. নরম নরম হাত

খ. গরম গরম ভাত

গ. পাকা পাকা আম

ঘ. কোনোটিই নয়

উত্তর: গ

১৪ বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?

ক. ভদ্রার্জন

খ. পদ্মাবতী

গ. শর্মিষ্ঠা

ঘ. কৃষ্ণকুমারী

উত্তর: পদ্মাবতী

১৫. ‘মাগো ভাবনা কেন’ গানটির গীতিকার কে?

ক. আপেল মাহমুদ

খ. গৌরীপ্রসন্ন মজুমদার

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. গাজী মাজহারুল আনোয়ার

উত্তর: খ

১৬. খনার বচন এর মূলভাব কী?

ক. সামাজিক মঙ্গলবোধ

খ. রাষ্ট্র পরিচালনার নীতি

গ. শুদ্ধ জীবনযাপন রীতি

ঘ. কোনোটিই নয়?

উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক. ত্রিভুজ

খ. শূন্য

গ. পূন্য

ঘ. ভূবন

উত্তর: ক, খ

১৮. কোনটি মৌলিক শব্দ?

ক. মানব

খ. ধাতব

গ. একাত্ম

ঘ. কোনোটিই নয়

উত্তর: ঘ

১৯. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

ক. বিপণি

খ. নিক্কণ

গ. প্রবণ

ঘ. কল্যাণ

উত্তর: গ

২০. কোন বাক্যটি শুদ্ধ?

ক. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়

গ. দৈন্য সর্বদা মহত্বে পরিচায়ক নয়

ঘ. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়

উত্তর: সঠিক উত্তর হবে: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

২১. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

ক. তারেক মাসুদ

খ. হুমায়ন আহমেদ

গ. আলমগীর কবির

ঘ. কোনোটিই নয়

উত্তর: ক

২১. ‘নীলদর্পণ’ নাটকটির মূল বিষয়বন্তু কী?

ক. ভাষা আন্দোলন

খ. নীলকরদের অত্যাচার

গ. অসহযোগ আন্দোলন

ঘ. তেভাগা আন্দোলন

উত্তর: খ

২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প?

ক. পদ্মারাগ

খ. পদ্মপুরান

গ. পদ্মগোখরা

ঘ. সবকটি

উত্তর: গ

২৪. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

ক. গৌড়ীয় ব্যাকরণ

খ. মাগধীয় ব্যাকরণ

গ. ভাষা ও ব্যাকরণ

ঘ. মাতৃভাষা

উত্তর: ক

‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?

ক. সংস্কৃত + আরবি

খ. ফারসি + আরবি

গ. সংস্কৃত + ফারসি

ঘ. বাংলা + আরবি

উত্তর: ক

Filed Under: চাকরি প্রস্তুতি, চাকরির প্রশ্নব্যাংক Tagged With: bank_question, bank_question_answer

Primary Sidebar

Recent Posts

  • জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস | National Four Leaders and Jail Killing Day
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ | Desco Job Circular-2023
  • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চাকরি-২০২৩ | Bangladesh Computer Council Job Circuler-2023
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-১১-০৩-২০২৩
  • আমার সিয়াম বা রোজা কবুল হবে কি?

ক্যাটাগরি

  • Blog (5)
    • শিক্ষা (4)
  • ইসলামিক ব্লক (1)
    • সিয়াম/রোজা (1)
  • এন্ড্রোয়েড স্মার্টফোন (1)
  • চাকরি নিয়োগ (2)
  • চাকরির প্রশ্নব্যাংক (2)
  • জাতীয় চার নেতা (1)
  • টেকনোলজি (1)
  • মুক্তিযুদ্ধ (1)
  • শিক্ষা (2)
    • চাকরি প্রস্তুতি (2)
  • স্বাধীনতা (1)

Copyright © 2023· Hosted By: SKHOSTBD