• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Blog
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Disclaimer

Ghash Foring

বাংলা শিক্ষামূলক ব্লগ

  • Home
  • প্রোগ্রামিং
  • কম্পিউটার
  • টেকনোলজি
  • এন্ড্রোয়েড স্মার্টফোন
  • শিক্ষা
    • সাধারণ জ্ঞান
      • বাংলাদেশ বিষয়াবলি
      • আন্তর্জাতিক বিষয়াবলি
    • চাকরি প্রস্তুতি
      • চাকরির প্রশ্নব্যাংক
  • স্বাস্থ্য
  • অনলাইন উপার্জন
  • চাকরি নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-১১-০৩-২০২৩

March 11, 2023 by mehedi2022

পদের নাম: সহ.পল্লী উন্নয়ন কর্মকর্তা (বাংলা অংশ)

Contents Of Table hide
1. পদের নাম: সহ.পল্লী উন্নয়ন কর্মকর্তা (বাংলা অংশ)
1.1. ১. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
1.2. ২. কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?
1.3. ৩. শুদ্ধ বানান কোনটি?
1.4. ৪.‘প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে?
1.5. ৫. জননী’ উপন্যাসের লেখক কে?
1.6. ৬. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?
1.7. ৭. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ তাকে এক কথায় কী বলে?
1.8. ৮. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?
1.9. ৯. কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেয়া হয়েছে?
1.10. ১০. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
1.11. ১১. মৌলিক শব্দ কোনটি?
1.12. ১২. অর্থ-তৎসম শব্দ নয় কোনটি?
1.13. ১৩. ‘মুখচ্ছবিৎ সন্ধি কোন নিয়মে পড়ে?
1.14. ১৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যেয় যুক্ত হয় তার নাম কী?
1.15. ১৫. তদ্ধিত প্রত্যেয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
1.16. ১৬. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
1.17. ১৭. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
1.18. ১৮. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
1.19. ১৯. ‘একগুঁয়ে’ কোন সমাস?
1.20. ২০. আবু ইসহাকের ‘সূর্য দীর্ঘল বাড়ি’ কোন কবি অনুবাদ করেন?

১. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?

ক. সুফিয়া কামাল          খ. কায়কোবাদ

গ. জসীমউদ্দীন                ঘ. জীবনানন্দ দাশ

উত্তর: ক

২. কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?

ক.আব্দুল কাদির                   খ. আব্দুল কবির

গ. কাজেম আল কুরায়শী  ঘ. মোজাম্মেল হক

উত্তর: গ

৩. শুদ্ধ বানান কোনটি?

ক. আভ্যন্তরীন                        খ.অভ্যন্তরীণ

গ.অভ্যন্তরীন                          ঘ.আভ্যন্তরীণ

উত্তর: খ

৪.‘প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে?

ক. কাজী নজরুল ইসলাম      খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. বেগম সুফিয়া কামাল        ঘ. শামসুল রাহমান

উত্তর: ঘ

৫. জননী’ উপন্যাসের লেখক কে?

ক. আবুল ফজল           খ. শুকত ওসমান

গ. জহির রায়হান         ঘ. আবুল মনসুর

উত্তর: খ

৬. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?

ক. মাঁঝের মায়া           খ. মন ও জীবন

গ. ইতলবিতল           ঘ. মৃত্তিকার মায়া

উত্তর: গ

৭. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ তাকে এক কথায় কী বলে?

ক. পরগাছা      খ. আগাছা

গ. বর্ণচোরা       ঘ. বনস্পতি

উত্তর: ঘ

৮. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?

ক. অনুচিকির্ষা               খ. অনুসন্ধিৎসা

গ. প্রতিচিকির্ষা              ঘ. অনুচ্চার্য

উত্তর: খ

৯. কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেয়া হয়েছে?

ক. পাগলে কি না বলে     খ. বনে বাঘ থাকে

গ. ফুলে ফুলে বাগান ভারা  ঘ. অন্ধজনে দেহ আলো

উত্তর: ক

১০. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক. কর্মে শূন্য                                     খ. করণে শূন্য

গ. অপাদানে শূন্য                              ঘ. সম্প্রদানে শূন্য

উত্তর: খ

১১. মৌলিক শব্দ কোনটি?

ক. দেশান্তর                খ.গায়ে হলুদ

গ. নাক                         ঘ.অগ্নিবীণা

উত্তর: গ

১২. অর্থ-তৎসম শব্দ নয় কোনটি?

ক. বদ্যি                        খ. তেষ্টা

খ. মিষ্টি                        ঘ. চাঁদ

উত্তর: ঘ

১৩. ‘মুখচ্ছবিৎ সন্ধি কোন নিয়মে পড়ে?

ক. স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি খ.ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি

গ.ব্যঞ্জনধ্বনি+স্বনধ্বনি   ঘ. ব্যঞ্জনধনি+বিসর্গধনি

উত্তর: ক

১৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যেয় যুক্ত হয় তার নাম কী?

ক. কারক                          খ.বিভক্তি

গ. যতি                              ঘ. প্রকৃতি

উত্তর: ঘ

১৫. তদ্ধিত প্রত্যেয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?

ক. সান্ধ্য প্রকৃতি                খ. ক্রিয়া প্রকৃতি

গ. নাম প্রকৃতি                  ঘ. নৈশ প্রকৃতি

উত্তর: গ

১৬. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. হাতে খড়ি                   খ. হাতে খড়ি

গ. খড়ির হাত                   ঘ. হাতে খড়ি

উত্তর: খ

১৭.  বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-

ক. মহাভারতে                 খ. চর্যাপদে

গ.বৈষ্ণব পদাবলীতে        ঘ.মঙ্গলকাব্যে

উত্তর: গ

১৮. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?

ক. ব্রাহ্মী                   খ. মণিপুরি

গ. বাংলা                    ঘ. কুটিল

উত্তর: গ

১৯. ‘একগুঁয়ে’ কোন সমাস?

ক. ব্যতিহার বগুব্রীহি        খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ.সমানধিকার বগুব্রীহি    ঘ. অলুক বহুব্রীহি

উত্তর: গ

২০. আবু ইসহাকের ‘সূর্য দীর্ঘল বাড়ি’ কোন কবি অনুবাদ করেন?

ক. দুশান জাজবিভেদ    খ. ইমরে কারতেজ

গ.এলেন গিন্সবার্গ          ঘ. ইমানুয়েল জাসরিন

উত্তর: ক

Filed Under: চাকরি প্রস্তুতি, চাকরির প্রশ্নব্যাংক Tagged With: Job exam solve, বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড, বিআরডিবি প্রশ্নব্যাংক

Primary Sidebar

Recent Posts

  • জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস | National Four Leaders and Jail Killing Day
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ | Desco Job Circular-2023
  • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চাকরি-২০২৩ | Bangladesh Computer Council Job Circuler-2023
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-১১-০৩-২০২৩
  • আমার সিয়াম বা রোজা কবুল হবে কি?

ক্যাটাগরি

  • Blog (5)
    • শিক্ষা (4)
  • ইসলামিক ব্লক (1)
    • সিয়াম/রোজা (1)
  • এন্ড্রোয়েড স্মার্টফোন (1)
  • চাকরি নিয়োগ (2)
  • চাকরির প্রশ্নব্যাংক (2)
  • জাতীয় চার নেতা (1)
  • টেকনোলজি (1)
  • মুক্তিযুদ্ধ (1)
  • শিক্ষা (2)
    • চাকরি প্রস্তুতি (2)
  • স্বাধীনতা (1)

Copyright © 2023· Hosted By: SKHOSTBD