পদের নাম: সহ.পল্লী উন্নয়ন কর্মকর্তা (বাংলা অংশ)
১. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
ক. সুফিয়া কামাল খ. কায়কোবাদ
গ. জসীমউদ্দীন ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ক
২. কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?
ক.আব্দুল কাদির খ. আব্দুল কবির
গ. কাজেম আল কুরায়শী ঘ. মোজাম্মেল হক
উত্তর: গ
৩. শুদ্ধ বানান কোনটি?
ক. আভ্যন্তরীন খ.অভ্যন্তরীণ
গ.অভ্যন্তরীন ঘ.আভ্যন্তরীণ
উত্তর: খ
৪.‘প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বেগম সুফিয়া কামাল ঘ. শামসুল রাহমান
উত্তর: ঘ
৫. জননী’ উপন্যাসের লেখক কে?
ক. আবুল ফজল খ. শুকত ওসমান
গ. জহির রায়হান ঘ. আবুল মনসুর
উত্তর: খ
৬. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?
ক. মাঁঝের মায়া খ. মন ও জীবন
গ. ইতলবিতল ঘ. মৃত্তিকার মায়া
উত্তর: গ
৭. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ তাকে এক কথায় কী বলে?
ক. পরগাছা খ. আগাছা
গ. বর্ণচোরা ঘ. বনস্পতি
উত্তর: ঘ
৮. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?
ক. অনুচিকির্ষা খ. অনুসন্ধিৎসা
গ. প্রতিচিকির্ষা ঘ. অনুচ্চার্য
উত্তর: খ
৯. কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেয়া হয়েছে?
ক. পাগলে কি না বলে খ. বনে বাঘ থাকে
গ. ফুলে ফুলে বাগান ভারা ঘ. অন্ধজনে দেহ আলো
উত্তর: ক
১০. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’ রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে শূন্য খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য ঘ. সম্প্রদানে শূন্য
উত্তর: খ
১১. মৌলিক শব্দ কোনটি?
ক. দেশান্তর খ.গায়ে হলুদ
গ. নাক ঘ.অগ্নিবীণা
উত্তর: গ
১২. অর্থ-তৎসম শব্দ নয় কোনটি?
ক. বদ্যি খ. তেষ্টা
খ. মিষ্টি ঘ. চাঁদ
উত্তর: ঘ
১৩. ‘মুখচ্ছবিৎ সন্ধি কোন নিয়মে পড়ে?
ক. স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি খ.ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
গ.ব্যঞ্জনধ্বনি+স্বনধ্বনি ঘ. ব্যঞ্জনধনি+বিসর্গধনি
উত্তর: ক
১৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যেয় যুক্ত হয় তার নাম কী?
ক. কারক খ.বিভক্তি
গ. যতি ঘ. প্রকৃতি
উত্তর: ঘ
১৫. তদ্ধিত প্রত্যেয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
ক. সান্ধ্য প্রকৃতি খ. ক্রিয়া প্রকৃতি
গ. নাম প্রকৃতি ঘ. নৈশ প্রকৃতি
উত্তর: গ
১৬. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হাতে খড়ি খ. হাতে খড়ি
গ. খড়ির হাত ঘ. হাতে খড়ি
উত্তর: খ
১৭. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
ক. মহাভারতে খ. চর্যাপদে
গ.বৈষ্ণব পদাবলীতে ঘ.মঙ্গলকাব্যে
উত্তর: গ
১৮. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী খ. মণিপুরি
গ. বাংলা ঘ. কুটিল
উত্তর: গ
১৯. ‘একগুঁয়ে’ কোন সমাস?
ক. ব্যতিহার বগুব্রীহি খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ.সমানধিকার বগুব্রীহি ঘ. অলুক বহুব্রীহি
উত্তর: গ
২০. আবু ইসহাকের ‘সূর্য দীর্ঘল বাড়ি’ কোন কবি অনুবাদ করেন?
ক. দুশান জাজবিভেদ খ. ইমরে কারতেজ
গ.এলেন গিন্সবার্গ ঘ. ইমানুয়েল জাসরিন
উত্তর: ক